বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ভালোবাসা নেই



আমার হৃদয়ে এখন আর কোন ভালোবাসা নেই
অনেক ত্যাগ তিতিক্ষা আর সাধনা করে হৃদয়পৃষ্ঠে রোপন করেছিলাম ভালোবাসা নামক একটি বৃক্ষ,
তাও আবার বৈশাখের কোন ঘুর্ণিঝড়ে হৃদয়পৃষ্ঠ থেকে উপড়ে পড়ে গেছে।
এই উপড়ে পড়ার ব্যথিত বেদনে কেটেছে
আমার অনেক সকাল,চৈতালী দুপুর,সূর্যাস্ত পড়ন্ত বিকেল আর জোনাকজ্বলা রাত।
একদিন হৃদয় থেকে সমস্ত বেদন নিঃশেষ হয়ে
হৃদয় পরিণত হলো  নতুন এক বেলাভূমিতে।
এই হৃদয়ের বেলাভূমিতে কখন যে দু তিনটি ভালোবাসা নামক ঘাস গুল্ম জন্ম নিয়েছে,
আমি বুঝতে পারিনি।
ওরা এখন একটু আদর চায় , ভালোবাসা চায়
কিন্তু আমি দিয়ে পারিনা
কারন আমার হৃদয়ে এখন আর কোন ভালোবাসা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন